মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

জেগে ওঠো

আজানের সুর শুনে ভেঙে যায় ঘুম,
প্রভাতের আলো এসে চোখে দেয় চুম।
জেগে ওঠে ফুল-পাখি
জেগে ওঠে খোকা-খুকি
বয়ে যাওয়া  বাতাসে চলে যায় উম!

রাতজাগা পাখিদের শুনা যায় গান,
মিনারের চূড়া  ঘেঁষে আসে আহবান।
বলে যেন গানে গানে
মধুময় আহবানে;
জেগে ওঠো  ঘুম থেকে হয়েছে আজান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন