মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

আলোর বাঁধন টুটে

 পুব রাঙিয়ে সূর্য এসে
করে আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগে ঘুমের পাড়া!

মৃদুমন্দ হিম বাতাসে
আলতো কোমল পরশ,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তাদানা সরস!

সদ্য ফোটা ফুল-কলিদের
মুগ্ধ করা ঘ্রাণে,
দোলা লাগে হলদে ডানার
প্রজাপতির প্রাণে!

রেণুর খোঁজে মৌমাছিদের
এক নাগাড়ে ছোটে
রাতের শেষে চুপটি করে
আলোর বাঁধন  টুটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন