আকাশ চিরে বৃষ্টি পড়ে
ঝুমঝুমা ঝুমঝুম,
পাখির গালে ফুলের গালে
বৃষ্টি দিলো চুম!
বৃষ্টি পড়ে টিনের চালে
টাপুর টুপুর টুপ,
টিনের চালে বাজনা বাজে
খুকির নুপুর চুপ!
বৃষ্টি পড়ে খোলা মাঠে
ছন্দ তুলে রিম,
বিচিত্র সব ছন্দ-তালে
মাথাটা ঝিম ঝিম!
ঝুমঝুমা ঝুমঝুম,
পাখির গালে ফুলের গালে
বৃষ্টি দিলো চুম!
বৃষ্টি পড়ে টিনের চালে
টাপুর টুপুর টুপ,
টিনের চালে বাজনা বাজে
খুকির নুপুর চুপ!
বৃষ্টি পড়ে খোলা মাঠে
ছন্দ তুলে রিম,
বিচিত্র সব ছন্দ-তালে
মাথাটা ঝিম ঝিম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন