রসে ভরা পাকা আম
দোল্ দোল্ দোল্ খায়,
আম খেয়ে খোকা-খুকি
গুন গুন গান গায়!
কাঁচা পাকা কালো জাম
গাছের ঐ ডালে,
জাম খেয়ে খোকা-খুকি
রং মাখে গালে!
আম গাছে জাম গাছে
পাখিদের মেলা বসে,
আম খায় জাম খায়
ঠোঁট ভিজে তাজা রসে।
দোল্ দোল্ দোল্ খায়,
আম খেয়ে খোকা-খুকি
গুন গুন গান গায়!
কাঁচা পাকা কালো জাম
গাছের ঐ ডালে,
জাম খেয়ে খোকা-খুকি
রং মাখে গালে!
আম গাছে জাম গাছে
পাখিদের মেলা বসে,
আম খায় জাম খায়
ঠোঁট ভিজে তাজা রসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন