আলোয় আলোয় যাচ্ছে ভরে চতুরদিকে,
রাতের আঁধার ধীরে ধীরে হচ্ছে ফিকে।
মোয়াজ্জিনের কণ্ঠে বাজে আযান-ধ্বণী,
তাইতো সবার জাগতে হবে এই এখনই।
ভোরের পাখি উঠলো জেগে দিচ্ছে সাড়া,
কিচিরমিচির ছন্দে জাগায় ঘুমের পাড়া।
নীড় ছেড়ে সব বাইরে এসে খাবার খোঁজে,
অলস হয়ে রয় না তারা দুচোখ বুজে।
ফুলকলিরা পাঁপড়ি মেলে ওঠলো হেসে,
মুগ্ধকরা গন্ধ তাদের আসলো ভেসে।
কে এনেছে? মৃদুমন্দ ভোরের হাওয়া,
খুব সকালে জাগলে তবে যায় যে পাওয়া।
তাইতো সবার জাগতে হবে ভোর বিহানে,
এই আহবান যাক ছড়িয়ে প্রাণে প্রাণে।
রাতের আঁধার ধীরে ধীরে হচ্ছে ফিকে।
মোয়াজ্জিনের কণ্ঠে বাজে আযান-ধ্বণী,
তাইতো সবার জাগতে হবে এই এখনই।
ভোরের পাখি উঠলো জেগে দিচ্ছে সাড়া,
কিচিরমিচির ছন্দে জাগায় ঘুমের পাড়া।
নীড় ছেড়ে সব বাইরে এসে খাবার খোঁজে,
অলস হয়ে রয় না তারা দুচোখ বুজে।
ফুলকলিরা পাঁপড়ি মেলে ওঠলো হেসে,
মুগ্ধকরা গন্ধ তাদের আসলো ভেসে।
কে এনেছে? মৃদুমন্দ ভোরের হাওয়া,
খুব সকালে জাগলে তবে যায় যে পাওয়া।
তাইতো সবার জাগতে হবে ভোর বিহানে,
এই আহবান যাক ছড়িয়ে প্রাণে প্রাণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন