তোমার নামে দিনের শুরু
তোমার নামে শেষ,
তোমার নামে চন্দ্র-তারার
ঘটে সমাবেশ।
তোমার নামে আঁধার কেটে
আসে নতুন ভোর,
তোমার নামে সূর্য ওঠে
খুলে আলোর দোর।
তোমার নামে পাখিরা সব
করে কলতান,
তোমার নামে পুষ্প ফোটে
ছড়িয়ে দেয় ঘ্রাণ।
তোমার নামে সাগর-নদী
ছোটে অবিরাম,
উতাল-পাতাল ঢেউয়ের মাঝে
বাজে তোমার নাম।
তোমার নামে হচ্ছে জানি
এই পৃথিবীর সব,
আল্লাহ তুমি মহান তুমি
তুমি সবার রব।
তোমার নামে শেষ,
তোমার নামে চন্দ্র-তারার
ঘটে সমাবেশ।
তোমার নামে আঁধার কেটে
আসে নতুন ভোর,
তোমার নামে সূর্য ওঠে
খুলে আলোর দোর।
তোমার নামে পাখিরা সব
করে কলতান,
তোমার নামে পুষ্প ফোটে
ছড়িয়ে দেয় ঘ্রাণ।
তোমার নামে সাগর-নদী
ছোটে অবিরাম,
উতাল-পাতাল ঢেউয়ের মাঝে
বাজে তোমার নাম।
তোমার নামে হচ্ছে জানি
এই পৃথিবীর সব,
আল্লাহ তুমি মহান তুমি
তুমি সবার রব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন