মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

স্বপ্নপুরি

চাঁদনী রাতে পাতার ফাঁকে

চাঁদের আলো পড়ছে,

মিষ্টি হাওয়া যাচ্ছে বয়ে

পাতাগুলো নড়ছে।


পাতার সাথে কালো ছায়া

নড়াচড়া করছে,

ঘাসে ঢাকা নরম মাটি

ছায়াগুলো ধরছে!


তারার মালা চাঁদের গলে

মিটিমিটি হাসছে,

চাঁদের মুখে বাড়ছে মায়া

আলোয় ভুবন ভাসছে। 


চাঁদের আলোয় মনটা ভেজা

মৃদু মৃদু দুলছে,

স্বপ্নপুরীর সোনালী দ্বার

কে যেন আজ খুলছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন