মুনিরুল্লাহ রাইয়ান
(ছড়া-কবিতা, গল্প, দিনলিপি ইত্যাদির সমাহার)
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
শিশির ঝরে
টাপুর টুপুর শিশির ঝরে
টিনের চালে - পাতায়,
শিশির ঝরে শিশির ঝরে
খুকুমণির মাথায়!
শিশির ভেজা ফুলে ফুলে
প্রজাপতির মেলা,
ঘাসের বুকে হালকা রোদে
রঙিন আলোর খেলা।
পুব রাঙিয়ে সূর্য ওঠে
মিঠে রোদের কণা,
ফসল মাঠে চাষীর চোখে
স্বপ্ন আনাগোনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন