বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

ছবির মত দেশটা


ছবির মত দেশটা আমার
রং-তুলিতে আঁকা,
সুখে-দুখে সবে মিলে
একই সাথে থাকা।

পুব রাঙিয়ে সূর্য ওঠে
নিত্য নতুন ভোরে,
গাছের শাখে পাখি ডাকে
মিষ্টি মিষ্টি সুরে।

সবুজ-শ্যামল বন-বনানী
ফসল ভরা মাঠে,
সারাটা দিন চাষী ভাইয়ের
ব্যস্ত সময় কাটে।

প্রজাপতির ঝাঁক নামে ঐ
রঙিন ফুলে ফুলে,
মুগ্ধকরা ফুলের ঘ্রাণে
মনটা ওঠে দুলে!

নীল ছড়ানো মুক্ত আকাশ
শুভ্র মেঘের সারি,
তার ওপরে জলে ভেজা
রংধনুটির বাড়ি!

ঝিরিঝিরি হিমেল হাওয়ায়
শান্তি কত মাখা,
ছবির মত দেশটা আমার
রং-তুলিতে আঁকা!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন